জিএসটির বিরোধিতা করে আবারও পথে নামল সিপিআই

নিজস্ব সংবাদদাতা: জিএসটির বিরোধিতা করে গতকালের পর এদিন আবারও পথে নামল সিপিআই । মঙ্গলবার শিলিগুড়ি শহরের হাসমিচকে থালা বাজিয়ে জিএসটির বিরোধিতায় সরব হয় দার্জিলিং জেলা সিপিআই । এদিন শহরের বিধান মার্কেটে জিএসটির জন্য ক্রেতা ও বিক্রেতারদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা আগামীতে এর ফলে কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর সে বিষয়ে সচেতন করা হয় ।

    অন্যদিকে বিধান মার্কেটের বিক্রেতাদের একাংশ , প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রীতে জিএসটি লাগু হওয়ার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে বলে আশঙ্কা প্রকাশ করে । একেই বাজারে দোকান গুলোতে ক্রেতার সংখ্যা কম । তার ওপর জিএসটি বৃদ্ধি পাওয়ায় ক্রেতার সংখ্যা আরও কমবে বলে তারা জানান ।বাজারে মানুষের ভীড় একেবারেই নেই,তাই জিএসটির প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন জীবন যাত্রার মধ্যে বলে জানান তিনি।