সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও ট্রেন সফর থেকে বঞ্চিত হলেন বহু যাত্রী

নিজস্ব সংবাদদাতা: সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও ট্রেন সফর থেকে বঞ্চিত হলেন বহু যাত্রী । জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদাগামী বেশ কিছু ট্রেন যাত্রী ট্রেনে উঠতে পারলেন না বলে অভিযোগ । এসি এবং স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও কোলের শিশুকে নিয়ে মহিলা ,পুরুষ যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ । প্রতি বারের মত এবারও শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে দলে দলে কর্মীরা যাচ্ছেন কলকাতায় । সে সমস্ত কর্মীরাই সংরক্ষিত কামরা থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বলে অভিযোগে সরব হয় যাত্রীরা ।

     

    ট্রেন থেকে দু’জন পড়ুয়াকে কে শিয়ালদা যাওয়ার পথে রোড স্টেশনে মারধর করে তাদেরকে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ । তারা চলন্ত ট্রেনের চেন টেনে থামিয়ে প্রাণে বাঁচেন বলে দাবি । একুশে জুলাই এর শহীদ স্মরণে উত্তরবঙ্গ থেকে ধর্মতলার উদ্দেশ্যে বহু তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকেরা।আর ঠিক এদের বিরুদ্ধেই অভিযোগ সাধারন যাত্রীদের। একে প্রচণ্ড গরম তার উপরে অত্যধিক চাপে প্রচণ্ড সঙ্কটজনক অবস্থা যাত্রীদের। যাত্রীরা অভিযোগ করছেন অনুরোধ করলেও কেউ কথা শোনেন না।উলটে আরো খারাপ ভাষায় কথা শুনিয়ে দেন। যদিও যুব তৃণমূল কংগ্রেস নেতা সৈকত চক্রবর্তী এই অভিযোগ মানতে নারাজ।তিনি জানিয়েছেন কোন কর্মী সমর্থকদের বিরুদ্ধে যদি এই অভিযোগ সত্যি প্রমানিত হয় তবে সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।