|
---|
দার্জিলিং: হঠাৎ বৃষ্টির কারনে তাপমাত্রা নেমে গেল দার্জিলিং এ। আজ সকাল এগারোটা থেকে প্রবল বৃষ্টি দার্জিলিং এ। বৃষ্টির কারনে তাপমাত্রা অনেকটাই কমে যায় শৈলশহরে। হঠাৎ নামা এই বৃষ্টিতে প্রথমে সবাই একটু চমকে গেলে ভরা মরশুমে পর্যটকেরা দার্জিলিং এর বৃষ্টি উপভোগ করতে থাকেন। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া থাকায় অনেকেই গরম জামাকাপড় বের করে পড়েন। বৃষ্টির কারনে আটকে পড়ে বহু যানবাহন। রাস্তায় আটকে পড়ে ইষ্কুল বাসগুলি। প্রচুর পর্যটক এদিন বৃষ্টির দার্জিলিং এর ছবি তুলতে থাকেন। হঠাৎ করে নামা এই বৃষ্টির ফলে তাপমাত্রা নেমে যায় নয় ডিগ্রীতে।আবহওয়া দপ্তরের খবর আগামী কয়েকদিন দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝাড়ি বৃষ্টিপাত হবে দার্জিলিং সহ গোটা পাহাড় জুড়ে।শুধু দার্জিলিং নয় কালিম্পং এবং কার্শিয়াং এও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর।