রাতের অন্ধকারে পোস্টার পড়লো! সারমেয়বাচ্চাদের প্রাণ বাঁচিয়ে যানবাহন চালানোর সতর্কতায়

রাতের অন্ধকারে পোস্টার পড়লো! সারমেয়বাচ্চাদের প্রাণ বাঁচিয়ে যানবাহন চালানোর সতর্কতায়

     

     

     

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া : একুশে ভোট দোরগোড়ায়! রাতের অন্ধকারে কিছু যুবক শান্তিপুরের অলিতে গলিতে পোস্টার মেরে চলেছেন! তবে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে। সরকারি টাকা তছরুপ! কাটমানিনেওয়ার জন্য কোন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার উদ্দেশ্যেও নয়! দলবদলের কারণে ক্ষোভ-বিক্ষোভও নয়! পোস্টারের বিষয়বস্তু “রাস্তা দিয়ে গাড়ি আস্তে চালানোর জন্য! বাচ্চাদের স্কুল বা কলেজ কোনটাই নেই! আছে শুধু ইতস্তত ঘুরে বেড়ানো সদ্য জন্মানো কিছু সারমেয়। আর তাদেরই চঞ্চলতা, নিজেদের মধ্যে দৌড়ানো বা শিকার ধরার পদ্ধতি অনুশীলনের ফলে রাস্তার এপার ওপার হতে দেখা যায় প্রায়ই! আর তার ফলেই ঘটে নানান দুর্ঘটনা। অনেকেই হয়তো ভাবছেন! সাংবাদিকতার ভাঁড়ারে টান পড়লে, এ ধরনের বিষয়ক খবর হতে পারে। কিন্তু বিষয়টা কি অতটুকুই ছোটো? হ্যাঁ শরীরটা হতে পারে! তবে প্রাণের মূল্য বোধহয় সবারই এক। আর আবেগ বশত সদ্য তরুণ-তরুণীরা পোস্টার মেরে কঠিনহৃদয় গলাতে পারে বা মহামূল্যবান কাজে সদা ব্যস্ত মানুষটি পা বা হাত ব্রেকে রেখে এতোটুকুও সময় ব্যয় করে! তাহলেই আজকের এই পোস্টারের সফলতা মিলবে বলে জানায় শান্তিপুর সংকল্প সদস্যরা। তারা এই ধারাবাহিকতা বেশকিছুদিন চালিয়ে যাবেন বলেই ইচ্ছা প্রকাশ করে।