বিশেষ কারণবশত অমিত শাহ বাংলায় আসতে না পারায়, দিল্লির পথে রাজিব ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি সহ বেশ কিছু তৃণমূল নেতা

বিশেষ কারণবশত অমিত শাহ বাংলায় আসতে না পারায়, দিল্লির পথে রাজিব ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি সহ বেশ কিছু তৃণমূল নেতা

     

     

     

    নিউজ ডেস্ক ; কথা ছিলো নদিয়ার মায়াপুর আজ অমিত শাহর সাথে সাক্ষাৎকারের! দিল্লিতে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে গতকাল রাতেই সিদ্ধান্ত বদল করেন অমিত শাহ। বাংলায় এরমধ্যে আর দেখা হওয়া সম্ভব নয়! তাই দিল্লিতে অমিত শাহ এর হাত থেকে পতাকা নিয়ে যোগদানের উদ্দেশ্যে, রাজিব ব্যানার্জি র ডাকে সাড়া দিয়ে, নদীয়ার রানাঘাটের প্রাক্তন পৌর প্রশাসক পার্থ চ্যাটার্জি আজ দুপুর দুটো নাগাদ রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে। এ প্রসঙ্গে পার্থ বাবু জানান, 25 শে জানুয়ারি প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া পরেও অপেক্ষায় ছিলাম রাজ্য নেতৃত্বর সদুত্তরের। অবশেষে 27 তারিখ পদত্যাগ , করেও আজ পর্যন্ত তিন দিন অপেক্ষায় ছিলাম আলোচনার মাধ্যমে উপযুক্ত কারণ জানার! উত্তর তো জানতেই পারলাম না! বরং নদীয়া জেলার কো-অর্ডিনেটর দীপক বসু লোক মারফত একটি চিঠি পাঠিয়েছে, যা থেকে পরিষ্কার আমি দলের কোন অনুষ্ঠানে যোগদান করতে পারব না! দলের পোর্টফোলিও বা প্রতীক চিহ্ন সম্বলিত কিছু ব্যবহার করতে পারব না। সে ক্ষেত্রে , এতদিন ধরে রাজনৈতিক করার পর কি বলতে চেয়েছে তা পরিষ্কার বুঝতে পেরেছি। এবং আমার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন মিটিং বিভিন্ন কুৎসা রটনো হচ্ছে শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজও করা হচ্ছে ! তাই এমত অবস্থায় আমি সিদ্ধান্ত বদল করে , রাজিব ব্যানার্জি ডাকে সাড়া দিয়ে দিল্লিতে অমিত শাহর হাত থেকে বিজেপি পতাকা গ্রহণ করে , যোগদান করতে চলেছি।এ ব্যাপারে কিছুক্ষণ আগে রাজিব ব্যানার্জি সাথে আমার কথা হয়েছে তিনিও যাচ্ছেন আমার সাথে।