বিহারের ভাগলপুর থেকে বারুইপুরে অস্ত্র পাচার! গ্রেফতার ৩

বিহারের ভাগলপুর থেকে বারুইপুরে অস্ত্র পাচার! গ্রেফতার ৩

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : বিহারের ভাগলপুর থেকে বারুইপুরে অস্ত্র পাচার! অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শাহরুখ মিস্ত্রি, বয়স ২৩ বছর এবং ইয়াসমিন বেগম, বয়স ৩৭ বছর। তারপর এদের সূত্র ধরেই আরেক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল পুলিশ। শুধু অস্ত্র পাচার নয় লাখ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন ভোরে অভিযান চালায় কলকাতা পুলিশ।

     

    ইডেন গার্ডেন এলাকার টিকিট কাউন্টার থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।ধৃত শাহরুখ মিস্ত্রি বসিরহাটের পশ্চিম দন্ড্রি হাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে, ধৃত ইয়াসমিন বেগম বারুইপুরের মল্লিকপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মোট ৬টি ৯ এমএম বন্দুক ও ১২ টি ম্যাগাজিন গুলি উদ্ধার হয়েছে।

     

    ধৃতদের জেরা করে পুলিস জানতে পারে, বিহারের ভাগলপুর থেকে বাসে করে এই অস্ত্র আনা হয়েছিল। বারুইপুরের বাসিন্দা বাবলু ওরফে আব্দুল সালিম গাজির হাতে এই অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। সেই সূত্র ধরে বারুইপুরেও তল্লাশি চালায় পুলিস। গ্রেফতার করে অভিযুক্ত বাবলুকে। ধৃতদের জেরা করে এই অস্ত্র চক্রের সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিস।