জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা অশোকা বিলকোনে বৃক্ষরোপণ।

লুতুব আলি, বর্ধমান, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় সড়ক নির্মাণ কারী সংস্থা অশোকা অশোকা বিলকোনের পানাগর ও বর্ধমান প্রজেক্ট এ বৃক্ষরোপণ হয়। অশোকা বিলকনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে কেয়ার অফ বর্ধমান ও গাছ গ্রুপ। অশোকা বিলকন সর্বভারতীয় স্তরে একটি বাণিজ্যিক কমার্শিয়াল সংস্থা। সাধারণ মানুষের মধ্যে ধারণা হয়েছে যে রাস্তার ধারে ধারে বৃক্ষ ছেদন করে জাতীয় সড়ক সম্প্রসারণ করায় তাদের একমাত্র লক্ষ্য। বস্তুতপক্ষে এই সংস্থাটি বৃক্ষরোপণ করে বার্তা দিতে চাইছে সবুজয়ান নষ্ট করে রাস্তা সম্প্রসারণ করলে ও নতুন ভাবে পরিকল্পনা করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আরো বেশি করে সবুজায়ন করা দরকার। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অশোকা বিলকোনের পক্ষ থেকে ইনচার্জ অমূল্য পাইকারাই, কন্টাক্ট ইনচার্জ শ্যামসুন্দর সিং, ইলেকট্রিক্যাল ইনচার্জ সঞ্জীভ সুমন, সিনিয়র সেফটি অফিসার পঙ্কজ হিঙ্গ, সেফটি অফিসার আজম আনসারী, কেয়ার অফ বর্ধমান এর পক্ষ থেকে শ্যমাপ্রসাদ চৌধুরী, সরত কোলে। গাছ গ্রুপের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন লুতু ব আলি।