|
---|
নূর আহামেদ,মেমারি : ৭ জুন মেমারি শহর তৃণমূলের উদ্যোগে চকদিঘী মোড়ে প্রচন্ড দাবদাহে পথচারী, টোটোচালক, ট্রেকার, বাস যাত্রীদের জল দান করে তৃষ্ণা মেটান। উপস্থিত ছিলেন শহর তৃণমূলের সভাপতি স্বপন ঘোষাল, আইএনটিটিইউসির সভাপতি আসরফ আলি, অরুণ মন্ডল। এই কর্মসূচী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয়েছে। প্রচন্ড দাবাদহে যখন মানুষ ঘর থেকে বেরোচ্ছে না তখন কিছু মানুষ পেটের তাগিদে রাস্তায় বেরোতে বাধ্য হচ্ছে তাদের এই গরম থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য এই কর্মসূচী জানালেন স্বপন ঘোষাল। একই কর্ম সূচী বিশিষ্ট সমাজসেবী মহঃ ইসমাইল চকদিঘী মোড়ে বাসষ্ট্যান্ডে করা হয়।