|
---|
সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ৩২তম ট্রাফিক সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। আজ পুলিশ লাইন বাজার থেকে উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কল্যাণ সিনহা রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি.এস.পি.(এ.পি. ও ট্রাফিক) শ্রী পবিত্র বারিক, ট্রাফিক ইন্সপেক্টর(২) সঞ্জয় চ্যাটার্জি ও অনান্যরা। একটি বাইক র্যালির মাধ্যমে এই সপ্তাহের উদযাপন শুরু হয় সকাল ১০টায় পুলিস লাইন থেকে শুরু হয়ে গোলাপবাগ পর্যন্ত র্যালিটি যায়। পুলিশকর্মীরা ছাড়াও পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির তরফে ৪৫জন বাইক আরোহী ও শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির তরফে ৪০জন ছাত্রছাত্রী এদিন এই র্যালিতে অংশ নেয়।