|
---|
মালদা জেলার স্কুলে স্কুলে শুরু হয়েছে দ্বিতীয় দফার মিড-ডে মিল বণ্টন
নতুন গতি প্রতিবেদক : মালদা জেলার স্কুলে স্কুলে শুরু হয়েছে দ্বিতীয় দফার মিড-ডে মিলের খাদ্য সামগ্রী বণ্টনের কাজ। জেলার প্রতিটি স্কুলে লকডাউনের বিধিনিষেধ মেনে চাল, আলু বিলি করা হচ্ছে। গত ২০ তারিখ থেকে শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিন সামাজিক দূরত্ব মেনে মালদা নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড-ডে মিলের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন শতাধিক পড়ুয়ার অভিভাবকের হাতে চাল, আলু তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। সামাজিক দূরত্ব নির্ধারণের জন্য দন্ডি কাটা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শিপ্রা দাস বলেন,‘আমরা আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়েছিলাম, পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছিল। অভিভাবকেরা এসে ৩ কিল করে চাল ও আলু নিয়ে যান।’