|
---|
লু তুব আলি : কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চুরুলিয়ায় অনুষ্ঠিত হল নজরুল জয়ন্তী।২৬মে প্রভাত ফেরীর মধ্য দিয়ে নজরুল জয়ন্তী সূচনা করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। প্রভাত ফেরির অনুষ্ঠানে মনোজ্ঞ আলোচনা করেন উপাচার্য। শ্রী চক্রবর্তী নজরুলের জীবন দর্শন নিয়ে এই শোভাযাত্রায় বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। উল্লেখ্য, শতবর্ষের আলোকে উদ্ভাসিত নজরুলের ধূমকেতু পত্রিকা ও বিদ্রোহী কবিতা। অনুষ্ঠানের প্রথম দিনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে নজরুল বিষয়ক মননশীল আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমেন সর, ত্রিবেণী দেবি ভালোটিয়া কলেজের অধ্যাপক শীতল গাঙ্গুলী, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু ব্যানার্জি, ড. অরুনাভ সেনগুপ্ত, বিশিষ্ট কবি পার্থপ্রতিম আচার্য, বিশিষ্ট সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য্য। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অনল চট্টোপাধ্যায়, সুস্মিতা গোস্বামী, গিটারে নজরুল সংগীত বাজান নজরুল পৌত্র কাজী অরিন্দম। কবিতা পাঠ করেন আকাশবাণী ও দূরদর্শনের ঘোষক ও বিশিষ্ট আবৃত্তিকার সতীনাথ মুখোপাধ্যায়, দেবেশ রায় চৌধুরী, ড. স্মৃতিকণা ভূঁইয়া, অভিজিৎ চন্দ, বন্দনা ঘোষ, তনুশ্রী মিত্র, মিনা ঠাকুর, অন্তরা সিংহ রায়, সোমা ভট্টাচার্য, বিভু মুখোপাধ্যায়, অসীম মিশ্র, নীতা কবি, অধ্যাপক শান্তনু ব্যানার্জি, সোমনাথ দাস, সালিম দুরানি বিশ্বাস, শর্মিষ্ঠা দাস পাল প্রমুখ। এছাড়াও আন্তর্জাতিক কবি সম্মেলনে শতাধিক কবি কবিতা পাঠ করেন। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কর্ণধার কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজির পরিচালনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন সঞ্চারি ব্যানার্জি, কলকাতা সৃজন ছন্দে গ্রুপের শিল্পী বৃন্দ। এছাড়াও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন কেয়া চ্যাটার্জী, আঁখি কাজী। নজরুলের ওপর আলেখ্য পরিবেশিত হয়। কাজী নজরুল ইসলামের ভাতুষ্পুত্র কাজী রেজাউল করিম বলেন চুরুলিয়া নজরুল একাডেমী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে চুরুলিয়ায় নজরুল জয়ন্তী অনুষ্ঠানে বৈচিত্রতা এনেছে। অনুষ্ঠানের মানকে ত্বরান্বিত করতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আপ্রাণ চেষ্টা করছে। তিনদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপ্ত রায়, প্রিয়াঙ্কা মাজি, দেবদাস সেন, ইতি সিনহা পাল, প্রণব কুমার কুণ্ডু, সঞ্চিতা ব্যানার্জি। বাংলাদেশ থেকেও প্রথিতযশা শিল্পী ও কবীরা অংশ নেন।