|
---|
কলকাতা: গত 21 শে মে রবীন্দ্র সরোবরে দুর্ঘটনায় প্রাণ চলে যায় দুইজন কিশোরের। তারা রোয়িং প্যাকটিস করছিলেন। কালবৈশাখী ঝড়ের কারণে তাদের বোট উল্টে গিয়েছিল। এরপর থেকে নড়ে চড়ে বসেছে প্রশাসন। লালবাজারে এই বিষয় নিয়ে সম্প্রতি বৈঠক হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে রবীন্দ্র সরোবরে রোয়িং প্র্যাকটিস। যতদিন না পর্যন্ত এস ও পি সঠিকভাবে মেনে চলা হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে রোয়িং।
এছাড়া উদ্ধারকারী নৌকা মজুত রাখা, লাইফ জ্যাকেটে মজুত রাখা, উদ্ধারকারী দলের স্বতস্ফূর্ততা, আবহাওয়ার বিশেষ গুরুত্ব দিয়ে রোয়িং চালানোর অনুমতি দেওয়া এই সব শর্ত গুলি মেনে চলতে হবে আদুর ভবিষ্যতে তবেই রবীন্দ্র সরোবরে রোয়িং করা যাবে।