এবারে দার্জিলিং এর চায়ের চায়ের দোকানগুলিতে পাওয়া যাবে ইয়োরোপের চা

দার্জিলিং: এবারে দার্জিলিং এর চায়ের চায়ের দোকানগুলিতে পাওয়া যাবে ইয়োরোপের চা।চায়ের জায়গাতে চা এটা একটা অনন্য ব্যপার হলেও দার্জিলিং এর চায়ের ব্যাবসায়ীরা বরাবরই উচ্ছাসিত।জানা গেছে দার্জিলিং এর চায়ের দোকানগুলিতে এবারে হল্যান্ড এবং অষ্ট্রিয়ার লিফ টি পাওয়া যাবে।আগামী জুলাই মাসের প্রথম দিকেই পাওয়া যাবে ইয়োরোপের চা।এখন এটা কি শুধু দার্জিলিংতেই পাওয়া যাবে না কি অন্য দুই শহর কালিম্পং এবং কার্শিয়াং এও পাওয়া যাবে এই চা সেটা আপাতত সময় বলবে।তবে প্রাথমিকভাবে জানা গেছে প্রথমে শুধুমাত্র দার্জিলিংতেই পাওয়া যাবে এই চা।পরে যদি জনপ্রিয়তা বাড়ে তবে অপর দুজায়গাতে পাঠানো হবে।

    শোনা গেছে দার্জিলিং এর চায়ের জনপ্রিয়তা দেখেই উৎসাহ পেয়েছে ইয়োরোপের দেশগুলি।এরমধ্যে হল্যন্ড এবং অষ্ট্রিয়ার বেশকিছু পর্যটক দার্জিলিং এ বেড়াতে এসছিলেন।তারাই দার্জির্লিং এর চা খেয়ে উৎসাহ পান।এবং তারা দার্জিলিং এর কয়কজন চায়ের ব্যাবসায়ীর সাথে এই ব্যাপারে কথা বলেন।ব্যাবসায়ীরা রাজী হয়ে যাওয়াতে আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং এ পাওয়া যাবে ইয়োরোপের চায়ের ঘরানা।যা নিয়ে প্রচণ্ড উৎসাহী দার্জিলিং এর সাধারন মানুষ।অনেকেই মনে করছেন এটা দিয়ে পাহাড়ের কর্মসংস্থান বাড়বে।