|
---|
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি : মিশন একুশে জুলাই। দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এদিন সকালে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিলেন তার দলীয় কর্মীদের সাথে। উল্লেখ্য নিজের দলীয় কর্মীদের সাথে একেবারেই সাধারনভাবে গতবার ধর্মতলায় গিয়েছিলেন
সেই জন্য তিনি প্রশংসাও পেয়েছিলেন। এবারেও তিনি একেবারে সাধারণভাবেই রওনা দেন।যাবার আগে ষ্টেশনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছু সাধারন জিনিস বিতরন করা হল সাধারন মানুষের মধ্যে। দার্জিলিং জেলা সভাপতি ও তার দলীয় কর্মীরা ট্রেনে ওঠার আগে বিতরন করেন বিভিন্ন জরুরী জিনিসের। ট্রেনে ওঠবার আগে জেলা সভাপতি জানান একেবারেই সাধারনভাবে আমি যেতে চাই প্রতিবারই।এবারও তাই করলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একেবারেই সাধারনভাবে চলেন।তাই আমরা ওনার ওনার কাছ থেকে ভালোভালো জিনিসগুলো শেখার চেষ্টা করি। আমাদের কাছে যা বিশেষ ভাবে প্রয়োজনীয়।আমরা। আগামী ২১ শে জুলাই রেকর্ড মানুষের জনসমাগম হবে।