এফ আই আর দায়ের! জন বার্লা এবং সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে : “বাংলা পক্ষ”

নতুন গতি প্রতিবেদক : কোচবিহারের বিজেপি সাংসদ জন বার্লা এবং বিষ্ণুপুর এর সাংসদ সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে বাংলা ভাগ করার চক্রান্তের অভিযোগে রায়গঞ্জ থানায় এফ আই আর দায়ের করল বাংলা পক্ষ। বাংলা পক্ষের উত্তর দিনাজপুর জেলা সংগঠনের তরফে বুধবার ২৩ জুন ২০২১, এই এফ আই আর দায়ের করা হয়।

    প্রসঙ্গত উল্লেখ্য বাংলা ভাগের এই চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ প্রথম দিন থেকেই সোচ্চার থেকেছে। সংগঠনের তরফে পরিষ্কার ভাবে বলা হয়েছে কোন ভাবেই বাংলাকে ভাগ করার প্রচেষ্টাকে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বাংলা পক্ষ আন্দোলনের গতিকে আরও তীব্র রূপ দেবে। এর আগে পৃথক গোর্খাল্যান্ডের দাবির বিরুদ্ধেও বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ জানিয়ে ছিল। বাংলা পক্ষের তরফে দাবি করে হয়েছে রাজ্য সরকার সামগ্র রাজ্যের সঙ্গে উত্তরের জেলাগুলি এবং কিছুটা পিছিয়ে থাকা রাজ্যের প্রতিটি জেলার উন্নয়নে সর্বোচ্চ জোর দিক। উক্ত জেলাগুলির মানুষের ক্ষোভ, সমস্যা, দাবি নিরসনে সরকার সামগ্রিক ভাবে সচেষ্ট হোক। কিন্তু কোনভাবেই বাংলা ভাগের কোন দাবিকে প্রশ্রয় দেওয়া চলবে না।

    বাংলা পক্ষ আশাবাদী এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাংলা ভাগের চক্রান্তকে সমস্ত শক্তি দিয়ে রুখে দেবে।