রাজ্য সরকারের নির্দেশে আজ থেকে রাজ্যে শুরু হল পাড়ায় শিক্ষালয়

শিলিগুড়ি: রাজ্য সরকারের নির্দেশে ৭ ফেব্রুয়ারী অর্থাৎ আজ থেকে রাজ্যে শুরু হল পাড়ায় শিক্ষালয়। আর এই কর্মসূচীতে খোলামেলা মাঠে শুরু হল ছাত্র—ছাত্রীদের পঠন—পাঠন৷ গৃহবন্দী হয়ে অনলাইন ক্লাসের বাধঁন থেকে বেড়িয়ে এসে যারপরনাই খুশি সমস্ত শ্রেণির ছাত্র—ছাত্রী থেকে শিক্ষক—শিক্ষিকা এবং অবিভাবকেরা৷

    দেশে অনেকটাই নিম্নমুখি করোনার গ্রাফ৷ করোনা অতিমারীর পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ ধীরে ধীরে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরছে মানুষ ৷ করোনা পরিস্থিতিতে বিগত দুই বছর ধরে রাজ্যে বন্ধ হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ অনলাইনেই চলছিল ছাত্র—ছাত্রীদের পঠন—পাঠন৷ করোনা গ্রাফ নিম্নমুখি হওয়ায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ গত ৩ ফেব্রুয়ারী থেকে রাজ্যে খুলে দেওয়া হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়৷ অন্যদিকে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ৭ ফেব্রুয়ারী অর্থাৎ আজ থেকে চালু হল পাড়ায় শিক্ষালয়।

    শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠের পাড়ায় শিক্ষালয় বসেছে রথখোলা মাঠে৷ সেখানে প্রি—প্রাইমারী থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলছে ক্লাস৷ করোনা স্বাস্থ বিধি মেনে শ্রেণি গুলিকে ভাগ করে আলাদা আলাদা সময় নির্ধারন করে দিয়ে চলছে ক্লাস৷ করোনা যেহেতু এখনো দেশ থেকে পুরোপুরি মুছে যায়নি, তাই যাবতীয় স্বাস্থ্য বিধি মেনে চলবে পাড়ায় শিক্ষালয়৷ গৃহবন্দী হয়ে অনলাইন ক্লাসের বাধঁন থেকে বেড়িয়ে এসে স্কুলে না হোক, পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে অফলাইন পড়শুনায় যোগ দিতে পেরে যারপরনাই খুশি সমস্ত শ্রেণির ছাত্র—ছাত্রী, শিক্ষক—শিক্ষিকা এবং অবিভাবকেরা৷