|
---|
নিজস্ব সংবাদদাতা:উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পরিবহনের ক্ষেত্রে অগ্রগতি শিখরে। নতুন মাসের ৬ তারিখ থেকে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হবে। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান শিলিগুড়ি থেকে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হবে। নিঃসন্দেহে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসার আরো শ্রীবৃদ্ধি হবে দাবি রাখছেন বিশেষজ্ঞ মহল।
এই যুগান্তকারী মুহূর্তের উদ্ভাবক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী ৬ জুলাই শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে নেপালের উদ্দেশ্যে পাড়ি দেবে বাস।