|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : অবশেষে টিআরপি কেলেঙ্কারিতে অর্ণব গোস্বামীকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে মুম্বাই পুলিশের চার্জশিটে। মঙ্গলবার এই মামলায় মুম্বাই পুলিশ তার সম্পূর্ণ অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে অর্ণব গোস্বামী সহ সাত নতুন অভিযুক্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই মামলার অভিযুক্তের মোট সংখ্যা এখন ২২ জন। মোট ১৯১২ পৃষ্ঠার চার্জশিটে অর্ণব গোস্বামী, প্রিয়া মুখোপাধ্যায়, শিব সুব্রামনিয়াম, অমিত দাভে, সঞ্জয় ভার্মা, শিবেন্দ্র মুলধেরকর এবং রঞ্জিত ওয়াল্টারকে অভিযুক্ত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইপিসি ধারা ৪০৬ (ফৌজদারি কার্যক্রম), ৪০৯ (পেশাদার দ্বারা জালিয়াতি), ৪২০ (আর্থিক জালিয়াতি), ৪৬৫ (জালিয়াতি), ৪৬৮ (আর্থিক জালিয়াতির উদ্দেশ্যে পরিবর্তন), ১২০ (খ) (ষড়যন্ত্র), ২০১ (প্রমাণ ধ্বংস), ৩৪ (ষড়যন্ত্রকারী দ্বারা অপরাধ) -এর আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রিপাবলিক চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন ফাঁস হওয়ায় প্রকাশ্যে আসে টিআরপি’ কেলেঙ্কারি। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। হোয়াটসঅ্যাপ চ্যাটও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুম্বইয়ের এক্সপ্ল্যানেড মেট্রোপলিটিয়ান ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেওয়া হয়েছে চার্জশিট। টিআরপি কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার প্রায় ৯ মাস পর চার্জশিট দাখিল করল মুম্বাই পুলিশ। চার্জশিটে ‘মাস্টারমাইন্ড’ হিসাবে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে চিহ্নিত করা হয়েছে।