|
---|
নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি : একুশে জুলাই এর উদ্দেশ্যে এদিন রওয়ানা দিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব। এদিন সকালে তিনি কলকাতাগামী ট্রেনে রওয়ানা হন সূত্রে খবর মিলেছে। তিনি জানান আমার একেবারে প্রথম থেকেই যাবার অভিজ্ঞতা। যেটা এবারও ভেবেই রোমাঞ্চিত হচ্ছে। আজকে মেয়রের সাথে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিলেন জেলার অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরাও। মেয়র এই বিষয়ে জানান এবারের একুশে জুলাই সব রেকর্ড ছাড়িয়ে যাবে যেটা অন্যান্যবারের তুলনায় অনেক অনেক বেশী থাকবে। বাংলার মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকেই ভীষনভাবে চান।তাই এই একুশে জুলাই সেটা প্রমান করবার সবচাইতে ভালো দিন। তাই আমার আহবান সবাইকে চলুন একুশে জুলাই একেবারে অসাধারন কিছূ মূহুর্ত্তের সাক্ষী হয়ে থাকতে।