|
---|
নিজস্ব সংবাদদাতা : মিশন একুশে জুলাই। একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে । আজ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করছেন কলকাতায় ।২১শে জুলাই বাংলার শাসকের জন্য বরাবরই খুব আবেগের । কারণ এই দিনটি তাদের জন্য হল শহীদ তর্পণের ।
রাজ্য জুড়ে চলছে একুশে জুলাই এর জন্য মিটিং মিছিল পথসভা । বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লকের গড়বেতা বাজারে এক বিশাল প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হলো। এদিন গড়বেতা বাজারের নতুন হাট থেকে ডাক বাংলো মোড় পর্যন্ত কয়েকশ কর্মী সমর্থক নিয়ে এক বিশাল মিছিল হয়। মিছিল শেষে এক পথ সভার ব মাধ্যমে কর্মী সমর্থকদের একুশে জুলাই যাওয়ার জন্য আহ্বান করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ, শিক্ষক নেতা শান্তনু দে, শহর সভাপতি শ্যামল বাজপেয়ী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ