|
---|
নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম : শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সভা প্রকল্পের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও ‘অরণ্য সপ্তাহ উদযাপন’ উপলক্ষ্যে বুধবার ‘বন মহোৎসব’ এর আয়োজন করা হয়।
বৃক্ষরোপনের মধ্যে দিয়ে মহোৎসবের উদ্বোধন করেন শিলদা চন্দ্রশেখর কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত দোলুই । বৃক্ষরোণের গুরুত্ব বিষয়ে তিনি ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবকদের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এই বন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষা ড. সুজাতা তিওয়ারি,এন এস এস এর দুই প্রোগ্রাম অফিসার ড. সুশান্ত দে,ফটিক চন্দ্র অধিকারী সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা। অধ্যক্ষ, উপাধক্ষ্য , প্রোগ্রাম অফিসার গণ সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা বৃন্দ নানা ধরনের চারা লাগিয়ে বন মহোৎসবে উপস্থিত সমস্ত স্বেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।