|
---|
নিজস্ব সংবাদদাতা : হঠাৎ বৃষ্টি দার্জিলিং এ।আজ সকালে দার্জিলিং এ বৃষ্টি নামে।সকালেই বৃষ্টি নামায় মানুষ বৃষ্টি দেখতে বাইরে বেরিয়ে পড়েন। পর্যটকেরা এদিন ভীড় করেন সকালেই। বৃষ্টি প্রচণ্ডভাবে নামায় আটকে যায় পাহাড়ে আসা সব গাড়িই। বৃষ্টির কারনে আটকে পড়েন সবাই। বৃষ্টির জন্য বহু যাবার গাড়িও আটকে পড়ে। টাইগার হিল এবং ঘুমেও পর্যটকেরা ভীড় করেন বৃষ্টি দেখতে। গতকাল রাত থেকেই দার্জিলিং এ বৃষ্টি পড়া শুরু হয়।রাতেই বৃষ্টি নেমে যাওয়াতে ঠান্ডা পড়ে যায় শৈল শহরে। তাপমাত্রা কমে যায় অনেকটাই। বৃষ্টি হয় কালিম্পং এবং কার্শিয়াং এও। পাহাড়ে বৃষ্টির কারনে এদিন বহু মানুষ আরো কয়েকদিন থেকে যাবার সিদ্ধান্ত নিয়ে নেন। আবহাওয়া দপ্তরের কাছ থেকে জানা গেছে বৃষ্টি পড়বে আরো কয়েকদিন। বৃষ্টি হওয়ায় এদিন দার্জিলিং এর হোটেলগুলিতে বুকিং দ্বিগুন হয়ে যায়। দার্জিলিং এর বৃষ্টির কারনে এদিন দুটি পাহাড়ের বড় উৎসব দুদিনের জন্য পিছিয়ে দেয় প্রশাসন।চা উৎসব এবং হোটেল উৎসব বলে দুটি অনুষ্ঠান পিছিয়ে দেয় পর্যটকেরা। আজ বিকেলেও দার্জিলিং এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।