অদ্যম্য ইচ্ছা নিয়ে কেদারনাথের পথে গুয়াহাটির অজয় দে

নিজস্ব সংবাদদাতা : ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব।তাই গুয়াহাটি থেকে কেদারনাথ হেটে যাওয়া কোন ব্যাপারই নয় গুয়াহাটির অজয় দের কাছে।

    গত 18ই আগষ্ট থেকে গুয়াহাটি থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ২৮ বছর বয়সী অজয় দে। একাই হেঁটে চলেছেন আপন মনে। মঙ্গলবার শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় পৌঁছান তিনি। তবে চোখে মুখে কোনও ক্লান্তি নেই তার।এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন কেদারনাথে।

     

    অজয় বলেন, অনেক দিনের ইচ্ছে ছিলো পায়ে হেটে কেদারনাথ যাওয়ার। ইচ্ছে থাকলে সব সম্ভব।অনেকে অর্থের অভাবে কেদারনাথ যেতে পারেন না। কিন্তু আমি বলি, ইচ্ছা থাকলে হেঁটেও যাওয়া যায়। হেঁটে যাওয়ার মজাই আলাদা। আমি হেঁটে কেদারনাথ যাচ্ছি তা দেখে অন্যরা অনুপ্রেরণা পাবে, এটাই আমার বিশ্বাস। প্রচুর মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন তিনি জানালেন অজয় দে।রাতে অনেকেই তাকে থাকতে দিচ্ছেন খেতে দিচ্ছেন এটাই আমার পাওনা জানালেন তিনি। আরো জানালেন রাতে অনেক সময় তিনি পেট্রোল পাম্পেও থাকছেন। তার বিশ্বাস এইভাবেই তিনি পৌছে যাবন। প্রতিদিন তিনি 14ঘন্টা হাটেন জানালেন তিনি।