করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায় দুঃস্থ ব্যাক্তিদের পাশে বীরভূমের পাঁচড়া গীতা ভবনের স্বামীজি

করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায় দুঃস্থ ব্যাক্তিদের পাশে বীরভূমের পাঁচড়া গীতা ভবনের স্বামীজি

    সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: করোনা ভাইরাসের কারণে তথা লকডাউনের ফলে গৃহবন্দি কর্মহীন অবস্থায় রয়েছে যে সমস্ত অসহায় দুঃস্থ ব্যাক্তি তাদের সাহায্যার্থে ৩১ মার্চ এগিয়ে আসেন বীরভূম জেলার পাঁচড়া চৈতন্যপুর গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। গাড়িবন্দি প্যাকেটজাত খাবার চাল,ডাল,তেল, বিস্কুট,সাবান ও নগদ অর্থ বিতরণ করা হয় কেন্দ্রগড়িয়া, পাঁচড়া ও খয়রাশোল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ এক সাক্ষাৎকারে জানান আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে, খয়রাশোল ব্লকের অসহায় দুঃস্থ দুই শত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসের বিরুদ্ধে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে চলেছেন এবং বহু সংগঠন থেকে ত্রাণ বিতরণ চলছে আমরাও সেই আন্দোলনের শরীক হতে এগিয়ে এসেছি। সেই সঙ্গে উপস্থিত ব্যাক্তিদের উদ্দেশ্যে বলেন সরকারি নির্দেশ মোতাবেক সকলকে আইনের মান্যতা দেওয়া দরকার তবেই করোনা ভাইরাস প্রতিরোধে জয়ী হবার সম্ভাবনা আছে।