|
---|
আয়ুব আলি – উওর ২৪পরগনা জেলার টিটাগড় জি,সি, রোড় ফুটবল ময়দানে ,মাঠপাড়া কোরানীয়া জামিয়া মাদ্রাসা র উদ্যোগে বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা:) জন্মদিন উপলক্ষে আয়োজিত হল স্বাস্থ্য শিবির ও রক্তদান কর্মসূচী, এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ, বারাকপুর পৌরসভার কাউন্সিলর নৌসাদ আলম, কাউন্সিলর মহম্মদ ইউনুস প্রমুখ।