বিশ্বনবী দিবস উপলক্ষে গজল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান হলো।

সংবাদদাতা : বিশ্বনবী দিবস উপলক্ষে সারাদিনব্যাপী কুরআন পাঠ গজল ও কিরাতপাঠ অনুষ্ঠিত হলো। হুগলি জেলার গোবিন্দপুর গ্রামবাসী বৃন্দের উদ্যোগে, ছোট বড় সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গোবিন্দপুর মসজিদ প্রাঙ্গনে এবং প্রথম দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মীর আজিজুর রহমান সাহেব দীর্ঘদিন মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন, নিঃস্বার্থভাবে তাকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সন্ধ্যার পরই সিরাতুন নবী জলসার আয়োজন করা হয় এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়। গোবিন্দপুর গ্রামবাসী সহযোগিতায় জলসা কমিটির উদ্যোগে এই মহতী অনুষ্ঠান আয়োজন হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার মানবিকতার কথা মানুষের কাছে ফুটিয়ে তোলেন অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না সাহেব, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয় ৯ অক্টোবর।