|
---|
আয়ুব আলি- নতুন গতি : উওর ২৪পরগনায় মোহনপুর থানার ঘিদহ নব উদয় সঙ্ঘ পবিত্র বিশ্ব নবী দিবস উপলক্ষে গত ৮ই অক্টোবর ২টায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়, এই শোভাযাত্রায় সামিল ছিলেন মোহনপুর থানার আই,সি- উত্তম সরকার,বারাকপুর- বারাসাত রোড় এ লালকুঠি ব্রীজ ও নীলগঞ্জ ব্রীজ পর্যন্ত শোভাযাত্রা টি পরিক্রমা করে। এছাড়াও ৯ই অক্টোবর সকাল ১০টায় বিশ্ব শান্তি র বার্তাবাহক বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা:) শ্মরনে রক্তদান শিবিরের আয়োজন করে, রক্ত সংগ্রহ করতে আসে বি,এন,বোস,সাগর দত্ত,কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আর,জি,কর হাসপাতাল। তারা ১৬৫ জনের রক্ত সংগ্রহ করে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক নিয়াজ আলি। নবী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর জ্বাদা সাইফুল্লাহ সিদ্দিকী,বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, মোহনপুর থানার আই,সি উত্তম সরকার, শিউলি গ্রাম পঞ্চায়েত প্রধান করুন ঘোষ,ছিলেন ঘিদহ মসজিদে র ঈমাম মৌলানা এনামূল হক, বিশিষ্ট সমাজসেবী আব্দুস সালাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।