|
---|
ডাঃ মহঃ ইব্রাহিম মন্ডল : আজ হুগলী জেলার মাইনান গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে বিনামূল্যে বাংলা অনুবাদ পবিত্র কোরআন মাজীদ বিতরণ এবং কৃতি ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান এবং হাজী সাহেবদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম সাহেব, নাবাবীয়া মিশন সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর সাহেব, উলামা বোর্ডের রাজ্য সম্পাদক রাকিব সাহেব, আল কোরআন একাডেমী লন্ডনের হহুগলী জেলার সভাপতি সৈয়দ মোর্তজা আলী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর সাহেব, ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের শিক্ষক মাওলানা লিয়াকত সাহেব, মুসলিম রেজিস্টার শেখ আমির সাহেব। সেবা সংগঠনের সভাপতি শেখ নাজির হোসেন সম্পাদক শেখ মনির উদ্দিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও ছিলেন আরামবাগ গার্লস কলেজের অধ্যাপক ডক্টর হাসমত আলী খান।