|
---|
নিজস্ব প্রতিনিধি, হাওড়া : ৮ অক্টোবর, ২০২২ শনিবার হাওড়া জেলার বাগনান থানার তামুলতলা মোড় (প্রতিবাদ সংঘ -এর নিকট) পবিত্র বিশ্ব নবী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব হাফেজ কারী মওলানা সেখ আসলাম নুরী সাহেব, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী গণতন্ত্রে রূপরেখা গ্রন্হে লেখক ও বিশিষ্ট কবি জনাব সেখ নুরুল হুদা, গজল সম্রাট ইসরাইল জমাদার প্রমুখ। এছাড়া সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সেখ রফিক সাহেব।