গরুমারা জঙ্গলে গন্ডারের জলপান, মুগ্ধ করলো দেশ বিদেশের পর্যটকদের, ভাইরাল হলো সেই দৃশ্য

জলপাইগুড়ি: করোনা বিধিনিষেধ মেনে শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি, প্রায় কুড়ি মাস ঘর বন্দিদশা কাটিয়ে পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্সের বিভিন্ন টুরিস্ট স্পট গুলোতে, যার মধ্যে অবশই রয়েছে এক শৃঙ্গ এশিয়ান রাইনো দর্শনের অন্যতম সেরা জায়গা গরুমারা জাতীয় উদ্যান, সম্প্রতি জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার বাসিন্দা বিকাশ রায় নামের এক পর্যটকের মোবাইল ক্যামেরায় ধরা পরে যায় এক বিরল দৃশ্য, গন্ডারের জলপান।

    ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা যাচ্ছে গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত মূর্তি নদীতে ধীরে ধীরে নেমে আসছে এক শৃঙ্গ এশিয়ান রাইনো , প্রায় দেড় মিনিট ধরে জলপান করে নদী পেরিয়ে ঢুকে যাচ্ছে গভীর জঙ্গলে। আর এই দৃশ্য গরুমারা যাত্রা প্রসার টাওয়ার থেকে ক্যামেরাবন্দি্দী করল পর্যটকের দল।