রুপালী-সোনালী আলোর ছটায় জমকালো আয়োজনের মাধ্যমে সুন্দরবন গ্রামীন মেলার সূচনা

 

    নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, সন্দেশখালীঃ রুপালী-সোনালী আলোর ছটায় জমকালো আয়োজনের মাধ্যমে সুন্দরবন গ্রামীন মেলার সূচনা হলো। করোনা অবহ কাটিয়ে গ্রাম বাংলার জীবনরেখায় মানব জীবনের চরম ব্যস্ততার মাঝে একফালি আনন্দের পশরা নিয়ে রঙের ছটায় ছড়িয়ে পড়ল গ্রামীণ মেলা থেকে। রাজ্যের বিভিন্ন জায়গায় শীতের মরশুমে গ্রাম্য মেলা দেখা যায়। শনিবার বসিরহাট মহাকুমার সন্দেশখালির সরবেড়িয়ায় স্কুল শুরু হল ৩২ তম সুন্দরবন গ্রামীণ মেলা। গ্রাম্য পরিবেশে সরল প্রবীন থেকে নবীন কচিকাঁচাদের সমাগম প্রথম দিন থেকেই ভিড় শুরু হয়।

    শনিবার সরবেড়িয়া বাসন্তী হাইওয়েতে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে আদিবাসী নৃত্যের মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা পাশাপাশি মেলা প্রাঙ্গণে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলা শুভ সূচনা হয়।এই মেলায় যেমন সুন্দরবনের সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মেলায় ২০০ টি মত স্টল রয়েছে যার সিংহভাগই স্টল সরকারের নানান রাঢ় বাংলার তথ্যচিত্র, কৃষি বিষয়ে তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি রংবেরঙের ফুল, ও কুটির শিল্প শোভা পেয়েছে এই সমস্ত স্টলগুলোতে। মেলা উদ্বোধন করেন বসিরহাটের সংসদ নুসরাত জাহান। এই মেলায় রুপালি পর্দার সোনালী নায়িকা ও বসিরহাটের সংসদ নুসরাত জাহান কে দেখতে পেয়ে মেলায় আসা গ্রামের মানুষরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। এই মেলা চলবে ৬ ই ফেব্রুয়ারি থেকে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত।