|
---|
আব্দুস সামাদ,নতুন গতি, জঙ্গিপুর:আজ রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে ময়া গ্রামপঞ্চায়েতের চামিন্দা মুড়ে রাবিয়া এডুকেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও নাসির শেখ ফ্যান ক্লাবের পরিচালনায় অসহায় দুঃস্থ, শীতার্ত মানুষদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে ময়া গ্রামপঞ্চায়েতে মোট পাঁচশত জন অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন এই ট্রাস্টের ও ফ্যান ক্লাবের কর্ণধার নাসির শেখ মহাশয় ও সদস্য বৃন্দ| নাসির শেখ মহাশয় জানান রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে প্রতিটি অঞ্চলে মোট পাঁচ হাজার জন অসহায় শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে শীতবস্ত্র আজকে তার দ্বিতীয় দিন। এছাড়াও তিনি জানান বিগত দিনে covid-19 ফলে মানুষ যখন বাড়ি থেকে বের হতে পারতেন না তখন এই ট্রাস্টের উদ্যোগে মোট ষোলো হাজার পরিবারকে বিনামূল্যে বাড়িতে গিয়ে ঔষুধ প্রদান করাহয়। এছাড়াও উক্ত ট্রাস্টের সদস্য নুরুজ্জামান (বাপি) জানান, নাসির শেখ মহাশয় একজন সমাজসেবী,জনদরদী, মানুষ তিনি কোনো রং দেখে কাজ করেন না প্রতিটি ধর্মের মানুষের পার্শে তিনি বহুদিন ধরে সমাজসেবার নিযুক্ত আছেন। আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে পরিশেষে নতুন গতির প্রতিনিধি আব্দুস সামাদকে জানান ট্রাস্টের কর্নধর নাসির শেখ মহাশয় আগামী মার্চমাসে 1 তারিখ ট্রাস্টের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই রক্তদান শিবিরে সকলকে আহব্বান জানান। আজকের এই অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সমাপ্ত হয়।