বিজ্ঞান বলছে, লিউকোমিয়া থেকে বাঁচাতে নোংরা ঘাঁটতে দিন আপনার শিশুকে

    নতুন গতি নিউজ ডেস্ক : কোনও রকম রোগ-জীবাণু থেকে যত বেশি করে পারেন রক্ষা করেন সন্তানদের।
    বাচ্চাদের আগলে রাখতে ব্যাস্ত সব বাবা-মাই।

    বাচ্চাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ইদানীং কত ধরনেরই না জিনিস পত্র পাওয়া যায়। কিন্তু নতুন একটি গবেষণা বলছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যত বেশি জীবাণুমুক্ত রাখা হয়, ততই সেই শিশুদের লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে।

    একজন শিশু যত বেশি ময়লা-নোংরা ঘেঁটে সংক্রমিত হবে, ততই তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে। এবং এটা কিন্তু জন্মের প্রথম বছর থেকেই খেয়াল রাখতে হবে অভিভাবকদের।

    ‘নেচার রিভিউস ক্যানসার’ নামক একটি জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। রোগ-জীবাণুমুক্ত শৈশব ধীরে ধীরে লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে।

    অবশ্যই প্রথম সম্ভাবনা বাড়িয়ে তোলে জন্মের আগের জেনেটিক মিউটেশন। এবং পরের প্রবণতা তৈরি হয় কিছু সংক্রমণ যা পরে শরীরকে আক্রান্ত করে। শৈশব একেবারে সংক্রমণ ছাড়া হলে পরবর্তীতে ক্যানসার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ খানিকটাই বেড়ে যায়।

    বিশেষজ্ঞরা বলছেন, যে শিশুরা জন্মের প্রথম বছর অন্য শিশুর সংস্পর্শ বা জীবাণুবাহিত রোগে আক্রান্ত হয় না তাদের পরবর্তীতে লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটি একটি বিশেষ ধরনের রক্তের ক্যানসার, যা শিশুদের ৪ বছর বয়সের মধ্যে হতে পারে। সঠিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি না হওয়ার কারণেই এই প্রবণতা বাড়ে বলে দাবি গবেষকদের। তাই সন্তানকে আগলে রাখলেও তাকে স্বাভাবিক জীবন দিন।