|
---|
বিশেষ সংবাদদাতা,কূশমোড় : বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত কূশমোড় ২ পঞ্চায়েতের বাগীশপুর গ্রামে দিনের বেলায় মাঠে কর্মরত এক বেক্তি নবকুমার মাল(৬২) গ্রামের দুই জনকে আলিচাঁদ মনডল (৬২) ও তার নাতি সোহেল সেখ (৫) সহ মোট তিন জনকে শিয়াল কামড়ে দিয়েছে। মাইকে খবর দেওয়ায় বাগিশপুর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে শিয়ালটির পিছন পিছন ধাওয়া করে পিটিয়ে মারে। জানা যায়নি মাঠের আর গ্রামের শিয়াল একটি নাকি ভিন্ন ছিল। আহত তিন জন পাইকর গ্রামীন হাসপাতালে গিয়ে চিকিৎসা করায়।