ভগবানগোলায় বন্যা কবলিত এলাকায় সাপের কামড়ে দু’জনের মৃত্যু, দ্রত স্বাস্হ্যকর পরিবেশ ফিরে আনা হবে বললেন, বিধায়ক ইদ্রিস আলী

নিজস্ব সংবাদদাতা : ৪ঠা সেপ্টেম্বর শনিবার,ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী জানান, মূশি’দাবাদ জেলার ভগবানগোলার দু নম্বর ব্লকের নির্মল চরে বন্যার জল নেমে গেছে ঠিকই কিন্তু বি‌ষধর সাপের উপদ্রব বেড়ে গেছে, বিষধর সাপের কামড়ে দুজন মারা গেছেন । এই বিষধর সাপের মোকাবেলা করার জন্য এবং সাস্থ্যকর পরিবেশ দ্রুত ফিরে আনার জন্য দু নম্বর ব্লকের বিডিও ওয়াসিদ খানের সঙ্গে কথা বলেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, আর্সেনিক মুক্ত পানীয় জল যাতে দ্রুত ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে সংশ্লিষ্ট দফতর এর মন্ত্রী শ্রী পুলক রায় এর সঙ্গে কথা বলেন। উল্লেখ থাকে, বন্যা কবলিত এলাকায় উক্ত নির্মল চরে জনগণের জন্য কারবোলিক আসিড,বিলিচিং পাওডার ইত্যাদি নিয়ে বিধায়ক ইদ্রিস আলী, বিধায়কের প্রতিনিধি সেখ ইব্রাহিম ওরফে মহাবীর কে নিদের্শ দেন সেখানে যাওয়ার জন্য । আরও উল্লেখ থাকে 2নং ব্লক এর বি ডি ও ওয়াসিদ খান কে উক্ত বন্যা কবলিত এলাকায় একটা মেডিক্যাল টিম পাঠাতেও বলেন, বিধায়ক ইদ্রিস আলী। আমাদের মানবিক, গরিবের বন্ধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,দরদি মনোভাব নিয়ে সকল অসহায়, গরিব মানুষের পাশে দাঁড়াতে তিনি, এইভাবে আমাদের অনুপ্রাণিত করেন।