|
---|
পারিজাত মোল্লা : আগামী ৭ জুলাই কোলকাতার রোটারী সদনে শিল্পী চক্রবর্তী-র কাহিনী অবলম্বনে মুক্তি পাচ্ছে নৃপেন বিশ্বাস প্রযোজিত, প্রদীপ বিশ্বাস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মা’।মঙ্গলবার সন্ধেবেলায় আইসিসিআর-এ ‘মা’-র পোস্টার লঞ্চ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য সামনে আনা হয়।পোস্টার লঞ্চ অনুষ্ঠানে মা-র কাহিনীকার, প্রযোজক, পরিচালক ও কুশীলবদের সাথে উপস্থিত ছিলেন এই ছবির অন্যতম অভিনেতা রাজীব বোস, শিশুশিল্পী ঋদ্ধিমা গুহ ও রৌণক গুহ সহ দেব সাহিত্য কুটিরের অন্যতম নির্দেশক রাজিকা মজুমদার।