এ কী মোদীর নিরাপত্তা কোথায়, শুধু ক্যামেরাম্যান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে: প্রকাশ রাজ

নতুন গতি: শনিবার সকালে মহাবলীপুরমের সমুদ্র সৈকতে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো স্পোর্টস টি শার্ট, কালো ট্রাউজার্স, খালি পা আর হাতে ধরা অ্যাকুপ্রেসার হ্যান্ড রোলার। কিন্তু বালুকেবেলায় হাঁটতে হাঁটতেই মোদীর চোখে পড়ে ইতিউতি ছড়িয়ে রয়েছে প্লাস্টিক, আবর্জনা। এক হাতে ওই অ্যাকুপ্রেসার রোলার নিয়ে একটি বড় প্লাস্টিকে নোংরা কুড়িয়ে নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেই ভিডিও সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু দুপুরবেলা সেই ভিডিও টুইট করে একাধিক প্রশ্ন তুললেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। অনেকে বলছেন, বিদ্রুপে ঠাসা উদ্বেগ ঝরে পড়েছে প্রকাশ রাজের টুইটে।

    কী প্রশ্ন?

    লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রকাশ রাজের প্রশ্ন, আমাদের রাষ্ট্রনেতার নিরাপত্তা কোথায়? কেন তাঁকে একজন ক্যামেরাম্যানের সঙ্গে এ ভাবে একা ছেড়ে দেওয়া হয়েছে? সংশ্লিষ্ট দফতরের কী সাহস যে, বিদেশি প্রতিনিধিদল শহরে আসছে জেনেও সৈকতকে এ ভাবে নোংরা রেখে দিল! কেন আগে থেকে পরিষ্কার করল না?

    দুর্নীতি আর সাম্প্রদায়িকতাকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছেন মোদী, বাংলায় এসে বিস্ফোরক প্রকাশ রাজ
    পর্যবেক্ষকদের মতে, প্রকাশ রাজ আসলে মোদীকে বিঁধতেই এই টুইট করেছেন। তাঁদের মতে, মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত এই দক্ষিণী সুপার স্টার বোঝাতে চেয়েছেন, এ সবটাই প্রধানমন্ত্রীর লোক দেখানো। বলতে চেয়েছেন, মোদী তাঁর সমস্ত নিরাপত্তা নিয়েই বিচে গিয়েছিলেন। কিন্তু ফ্রেমে কাউকে আসতে দেননি।

    সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের সময় থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব এই অভিনেতা। ভীমা কোরেগাঁও মামলায় সোমা সেন, গৌতম নাভালকা, ভারভারা রাওদের মতো বামপন্থী বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের গ্রেফতার নিয়েও সরব হয়েছিলেন। এমনকী সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন উদ্বোধন করতে বাংলায় এসেও মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন প্রকাশ রাজ। বলেছিলেন, ‘রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষয়টি স্বাধীনতার পর সব দলের মধ্যেই রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার গোটাটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে।”

    ‘উই দ্য পিপল, উই আর দ্য বস’, প্রশ্ন আমি করবই। প্রকাশ রাজের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
    তখন এই দক্ষিণী অভিনেতা এ-ও বলেছিলেন, “উই দ্য পিপল। উই আর দ্য বস। যে যাই বলুক। প্রশ্ন আমি করবই।” লোকসভা ভোটে হারতে হয়েছে তাঁকে। কিন্তু এ দিনের টুইটে ফের বুঝিয়ে দিলেন, প্রশ্ন করা থামাবেন না তিনি।

    বিজেপি অবশ্য বলছে, সমাজে নিন্দুকরা থাকবেই। এরা সংখ্যায় হাতে গোনা। মোদীজির এ দিন যে দৃষ্টান্ত তুলে ধরেছেন, সাধারণ মানুষ তার প্রশংসা করছে। তাঁর এই ভূমিকা স্বচ্ছতা অভিযানে উদ্বুদ্ধ করবে।