|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়া প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে আন্তজাতিক নারীদিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া কিছু মহিলাদের জন্য বিশেষ একটা সাস্থ্য শিবির এর আয়োজন করা হয়েছে। ৭০ জন মহিলাদের হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়।এছাড়াও মহিলাদের হাতে কিছু প্রয়োজনীয় জিনিস( সয়াবিন, হরলিক্স, বিস্কুট, চকোলেট, দুধ, ছাতা, ব্যাগ, জলের বোতল, মিষ্টি,)তুলে দেওয়া হয়েছে। কাটোয়ার প্রচেষ্টা গ্রুপ এর পাশে দাঁড়িয়েছেন বিজয়নগর তালবাগান ফুটবল ক্লাব এর সদস্যবৃন্দ। কাটোয়া প্রচেষ্টা গ্ৰুপ এর এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।