|
---|
নতুনগতি,আজিজুর রহমান,গলসি : গলসির সাঁকো গ্রাম পঞ্চায়েতের সারুল কিশোর সংঘের কালী পুজোর উদ্বোধন করলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। পাশাপাশি উড়া কোলনী সংঘ ও বিবেকানন্দ সংঘের পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন ওই কর্মসুচিতে এসে এলাকার বেশকিছু মহিলার হাতে বস্ত্র তুলে দেন তিনি। এর পাশাপাশি বস্ত্র তুলে দেন গলসি ২ ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল, তৃণমূল নেতা তথা ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি গুলমহম্মদ মোল্লা ও সাঁকো পঞ্চায়েত প্রধান মহম্মদ আলি মোল্লা। বিধায়ক নবীন চন্দ্র বাগ জানান, গত কদিন ধরে বিভিন্ন এলাকায় কালী পুজোর উদ্বোধন চলছে। তিনিও ক্লাব সংগঠনের ও সাধারণ মানুষের ডাকে পৌছে যাচ্ছেন। জানা গেছে, এদিন কিশোর সংঘের পক্ষ থেকে শতাধিক মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া ব্যবস্থা করা হয়। তাছাড়াও উড়া কোলনী সংঘ ও বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে পঞ্চাশ জন করে একশো মহিলার হাতে শাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করেন ক্লাব কতৃপক্ষ দুটি। সাঁকো এলাকার ক্লাব গুলির এমন উদ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষ। এলাকার বিধায়কও তাদের কাজের প্রশংসা করেছেন।