|
---|
আলিফ ইসলাম,মেমারি,২৩ অক্টোবর,
যুগ সাগ্নিক পত্রিকার উদ্যোগে রবীন্দ্র সদনের অবনীন্দ্র সভা ঘরে ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হল বিভিন্ন জেলার কবিদের মহোৎসব — কবিতা দিয়ে শহর ঘেরো।বারো বছরে পা দেওয়া যুগ সাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত ও অন্যান্য একনিষ্ঠ সদস্যগণের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতী প্রয়াস দারুন সুচারু ভাবে সফলতা অর্জন করে। উপস্থিত সকল কবিদের কবিতা পাঠের পরে সম্পাদক প্রদীপ গুপ্তর প্রয়াত পিতা শান্তি গুপ্তর নামাঙ্কিত সুদৃশ্য স্মারক প্রদান করে বরণ করা হয়। দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও কলকাতা জেলার কবিদের কবিতার মহোৎসব এর সঙ্গে বিজয়া সন্মিলনীও অনুষ্ঠিত হয় । সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে আগত নোয়াখালীর প্রশান্ত ভৌমিক। বর্ধমান থেকে মিনতি গোস্বামী,অরবিন্দ সরকার,সায়ন্তী হাজরা, সৌম্য পাল, লক্ষণ দাস ঠাকুরা, পার্বতী মিত্র,আসিয়া খাতুন, রমাকান্ত পাঁজা, সুফি রফিক উল ইসলাম,সেখ হাসানুজ্জামান, করবী রায়,মঞ্জরী খাতুন,তন্দ্রা মুখার্জী,রীতা বসু ধর,তপন জ্যোতি চৌধুরী, মন্দিরা মুখার্জী, সবিতা চ্যাটার্জী,তন্দ্রা মন্ডল,সেখ সিরাজুল হক, চিরঞ্জীব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।