|
---|
লুতুব আলি : কবিতা কুটির সাহিত্য পত্রিকার শারদীয়া ২০২২ সংখ্যা প্রকাশ হল। ২৩ অক্টোবর শিয়ালদহের কৃষ্ণপদ ট্রাস্ট মেমোরিয়াল হলে বর্ণ ময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সংগঠক অতনু নন্দী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। অতনু নন্দী জানান, দেশের বিভিন্ন রাজ্য থেকে ২৫০ জন বিশিষ্ট কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, বাচিক শিল্পীদের বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়। শারদীয়াতে ২৫০ জন কবির ৬৫০ টি কবিতা স্থান পেয়েছে। আগুনের পরশমণি উদ্বোধনী রবীন্দ্র সংগীত অনুষ্ঠানের এক অন্য মাত্রায় এনে দেয়। এদিনের অনুষ্ঠানে তিনটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। পত্রিকার সভাপতি বিশিষ্ট কবি শর্মিষ্ঠা ব্যানার্জির একক কাব্যগ্রন্থ : দাঁড়িয়ে গোধূলি বেলায়। কবিতা কুটিরের সিনিয়র অ্যাডমিন কবি ও সংগঠক সুচরিতা বিশ্বাসের কাব্যগ্রন্থ: মুঠো ভর্তি আলোর খোঁজে ও কবি সিদ্ধার্থ সরকারের কাব্যগ্রন্থ : জীবনের জল ছবি, কবিতা কুটিরের অনুষ্ঠান মঞ্চ থেকে সকলের হাতে হাতে চলে যায়। পত্রিকাটির বর্তমান সদস্য সংখ্যা ১১ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। সম্পাদক মশাই দাবী করেন খুব অল্পদিনের মধ্যে লক্ষাধিকে গিয়ে পৌঁছাবে। বাংলা ভাষাকে নিয়ে ধারাবাহিকভাবে চর্চা ও নবীন এবং প্রবীণ লেখকদের এক বলিষ্ঠ প্লাটফর্ম কবিতা কুটির সাহিত্য পত্রিকা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।