করোনা ভাইরাসের আতঙ্কে কেরোলে কাজ বন্ধ দিশেহারা অনেকে শ্রমিক

করোনা ভাইরাসের আতঙ্কে কেরোলে কাজ বন্ধ দিশেহারা অনেকে শ্রমিক

    নতুন গতি, ওয়েব ডেস্ক: কেরোলের বিভিন্ন জেলায় বড়ো বড়ো কোম্পানি বন্ধ করে দিয়েছেন করোনা ভাইরাসের কারণে যেমন পালাঘট, আঙ্গামালি, আলুয়া,কচি সব জাগায় ছিটিয়ে রয়েছে বাংগালী শ্রমিক।সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ বাঙালি শ্রমজীবী মানুষ রয়েছে।
    করোনা ভাইরাস আতঙ্কে এই সমস্ত শ্রমিক এখন নানা অসুবিধার মধ্যে রয়েছেন বলে জানান আস্থা ফাউন্ডেশনের সভাপতি ইদ্রিশ আলি মণ্ডল।সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ বাঙালি শ্রমজীবী মানুষ রয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে এই সমস্ত শ্রমিক এখন নানা অসুবিধার মধ্যে রয়েছেন বলে জানান আস্থা ফাউন্ডেশনের সভাপতি ইদ্রিশ আলি মণ্ডল।