প্রচারে থেমে নেই বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর

    শুভদীপ পতি; খড়িষা: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর আজও প্রচারে বেরালেন খড়িষা বাজার থেকে কুকাবাড় বাজার পর্যন্ত। শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানালেন এলাকার অসংখ্য মানুষজন। প্রতিদিনের মত আজকেও দেখা গেল শ্বেত শুভ্র পোষাকে।

    জনসংযোগ ও র‍্যালির মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন এই বিজেপি প্রার্থী। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, শুধু ভোট প্রচার নয় বরং ভোট প্রচারের পরেও কাজের ক্ষেত্রে তাঁর একই রকম তদারকি থাকবে। তিনি আরও বলেন, তিনি মানুষের কাজ করে এসেছেন আর মানুষের কাছে থেকে পাশে থেকে কাজ করাটাই তার লক্ষ্য।