|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, মালদা; একমাসের রমজান শেষে আজ খুশির ঈদ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান মালদার কালিয়াচকের নোয়মৌজা ঈদগাহ। এদিন সকাল সকাল ঈদের নামাজ পড়তে এই ঈদগাহ ময়দানে হাজির হন এলাকার লক্ষাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষজন। একসাথে এত মানুষের নামাজ পাঠের এমন দৃশ্য উত্তরবঙ্গের আর কোথাও দেখা যায় না। ৮ থেকে ৮০ সকল বয়সের নামাজ পাঠের পর একে অপরের সঙ্গে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন। এত বড়ো জমায়েতকে মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) দীপক সরকার ও ডিএসপি বিপুল মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই নামাজ পাঠ চলা কালীন ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে। শান্তিপূর্ণ ভাবে এবছরও নামাজপাঠ শেষ করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।