|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুরচি গ্ৰামের কুরচি জনকল্যাণ সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তন, ১৮ জৈষ্ঠ থেকে শুরু হয়েছে। কুরচি জনকল্যাণ সংঘের সদস্য বৃন্দ দ্বারা পরিচালনায় চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তন। চব্বিশ প্রহর অখণ্ড হরিরাম সংকীর্তন উপলক্ষে কুরচি জনকল্যাণ সংঘের পাঞ্চজন্য পত্রিকা প্রকাশিত হয়। বুধবারে কুরচি জনকল্যাণ সংঘের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে হরিরাম সংকীর্তন আসর বসেছে। কুরচি জনকল্যাণ সংঘের পক্ষ থেকে মহা অন্নকূটের আয়োজন করা হয়েছে। খেচুড়ি,দুইরকম তরকারি,টক,পায়েস,বোঁদে রয়ছে। কুরচি জনকল্যাণ সংঘের সদস্য বৃন্দ দের কাছ থেকে জানা যায়, প্রায় পাঁচ হাজা লোকের মহাপ্রাসাদের আয়োজন আয়োজন রয়েছে। কুরচি গ্ৰাম ছাড়াও পাশ্ববর্তী গ্ৰাম থেকে ভক্তরা ভিড় করেছেন কুরচি জনকল্যাণ সংঘের রাধাগোবিন্দর মন্দিরে।