কেশপুরে সমাজ সচেতনে আইমার বাইক র‍্যালি এবং ধর্মীয় অনুষ্ঠান

সাইফুদ্দিন মল্লিক : পশ্চিম মেদিনীপুর জেলা আইমা কমিটির উদ্যোগে কেশপুরে মোটর বাইক র‍্যালি অনুষ্ঠিত হয় সাত আগস্ট। সরুই (কেশপুর) বাসস্ট্যান্ড থেকে যাত্রা সুরু হয়ে  ইকড়া, রনপাড়া, আনন্দপুর বাজার, চালাকি মোড় – এ শেষ হয়। এলাকাতে শান্তি বজায়, হিন্দু – মুসলিম ঐক্য গড়ে তোলা, সমাজ সচেতন করা, বৃক্ষ রোপনের গুরুত ইত্যাদি বিষয়কে সামনে রেখে এই বাইক যাত্রা কর্মসূচি করা হয়। ৪৫০টি মোটর বাইক অংশগ্রহণ করে। আইমা লোগো যুক্ত ১০০টি বেলুন উড়ানো হয়। বাইক যাত্রাতে পা – মেলান আইমার সুপ্রিম সৈয়দ রুহুল আমিন সহ পশ্চিম মেদিনীপুর জেলা আইমা কমিটি এবং অগনিত আইমা প্রেমী। উলেখ্য এই কেশপুর অধিকাংশ সময় রাজনৈতিক ভাবে সংঘর্ষে লিপ্ত থাকে।

    প্রবিত্র মহরম মাস উপলক্ষে এবং ধর্মীয় ভাবে মানুষকে সচেতন করতে কেশপুর ব্লকের আনন্দপুর খাঁপাড়া মসজিদ প্রাঙ্গনে ধর্মীয় জলসা হয়। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইমা সভাপতি সৈয়দ আবুল বাসার, আইমার রাজ্য কমিটি সদস্য সৈয়দ মেহবুব আলম, সম্পাদক আলী আকবর, যুগ্মসম্পাদক সেখ ইজহার আলী, জেলা কমিটির সদস্য সমাসের আলী খান প্রমুখ। আনন্দপুর আইম কমিটির সম্পাদক ইউনুস পাঠান, সভাপতি নাসির গায়েন এবং ইসলাম খাঁ সহ অসংখ্য আইমা অনুরাগী। এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের জন্য দোয়া চাওয়া হয় মহান আল্লাহর দরবারে।