|
---|
লুতুব আলি, নতুন গতি : জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত কলকাতায় অনুষ্ঠিত হল বিশ্ব মশা দিবস ও রাজীব গান্ধীর জন্মদিন। শিয়ালদহ র কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ২০ আগস্ট এই অনুষ্ঠানটি হয়। লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন ১৯৩১ সালের ২০ আগস্ট বিশ্ব মশা দিবস প্রথম শুরু করে। সমগ্র পৃথিবীর ১০০ টিরও বেশি দেশে ম্যালেরিয়ায় মানুষ আক্রান্ত হন। এর ফলে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা যান। ১৮৯৭ সালের ব্রিটিশ চিকিৎসক ডা: রোনাল্ড রস ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করার ফলে ম্যালেরিয়াকে অনেকখানি ঠেকানো গেছে বলে বিশেষজ্ঞদের অভিমত। বিশ্ব বিখ্যাত এই স্বনামধন্য চিকিৎসক এর জন্য নোবেল পুরস্কার ও পান। এখন যেহেতু বর্ষাকাল চলছে এই সময় মশার উপদ্রব ঊর্ধ্বমুখী, জাতীয় সংহতি মঞ্চ এ ব্যাপারে অনুষ্ঠান করায় অনেকে সাধুবাদ জানান। এই অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনটিও মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে বাংলা সাহিত্য নিয়ে একটি কর্মশালাও হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, আরণ্যক বসু, রঞ্জনা গুহ, রঞ্জনা কর্মকার, পুনা থেকে আগত বিশিষ্ট কবি ধ্রুবব্রত দত্ত, ডা: এমদাদ হোসেন, রেনু খাতুন, শেখ মনিরুদ্দীন, মিলি দাস, বেবি চক্রবর্তী, স্বর্ণালী মন্ডল, জলি সরকার, রুচিরা সরকার সাহা, সুদেষ্ণা বি চৌধুরী, দেবব্রত মাজি, ডা: রাম পদ মন্ডল, সম্প্রীতি বিশ্বাস প্রমুখ। এঁদের মধ্যে অনেককে বাংলা সাহিত্য সংহতি সম্মান, বাংলা সাহিত্য সম্মান সম্মাননা দেওয়া হয়। চন্দ্রনাথ বসুর কৃষকদের নিয়ে লেখা কবিতা মুনমুন চক্রবর্তী পাঠ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজয়ন্ত রাহা। অনুষ্ঠানে রাজীব গান্ধীর ছবি উপহার দেওয়া হয় অনুরাধা চক্রবর্তী কে। সকলকে আপ্যায়ন করেন কৌস্তুভ বসু, মনীষা মজুমদার, রাধা শ্যাম সর্দার, পৌলোভি মিশ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুমিতা ধূত।