|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- দূর্গা পূজার পরের আমাবস্যা তিথিতে কালী পূজা হয়ে থাকে, আর এমনটা হয়ে আসছে শুরু থেকেই।এদিন এই শ্যামা কালী পূজা উপলক্ষে ও সহদেব মণ্ডল এর স্মৃতির উদ্দেশে রায়চক মোড়ে অনুষ্ঠানের মঞ্চে এক মিনিট নীরবতা পালন করা হয়, পাশাপাশি ২৭তম বর্ষে আমরা সবাই এর উদ্যোগে বস্ত্র বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি পথ চলতি মোটর সাইকেল গাড়ি চালকদের হেলমেট পড়ার জন্য সচেতন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি মন্টু হালদার ও কার্তিক গাঙ্গুলি,সহ সভাপতি পলাশ দাস ও খোকন মণ্ডল,সেক্রেটারি গৌরব দাস ও তাপস দাস, সহ সেক্রেটারি সুকুমার দাস,কোষাধক্ষ্য সমীর সিং ও বিজন ঘোরামি,জগন্নাথ কির্তনিয়া,দুলাল দাস,ভাস্কর মণ্ডল, সুক্রাচর্য বৈদ্য,উৎপল ঘোরামী সহ সকল সদস্যগণ।সভাপতি কার্তিক গাঙ্গুলি তিনি বলেন আমরা সবাই শ্যামা কালী পূজা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়চক আমরা সবাই শ্যামা কালি পুজা কমিটি, দীর্ঘ দিন যাবত সমস্ত সমাজ সচেতনতা মূলক কাজে অগ্রনী ভূমিকা নিয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।