|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা, নতুন গতি : উত্তর ২৪ পরগণার অশোকনগরে শুরু হল প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের কাজ । আগামী দু বছরে মোট ১০ জায়গায় বোরিং করে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । উল্লেখ্য উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার অন্তর্গত দৌলতপুর এলাকায় ১৫ বিঘা জমির উপর তৈরি হয়েছে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্র । শনিবার থেকে সেই জায়গাতেই শুরু হয়েছে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের কাজ ।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে অশোকনগরের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধানের কাজ শুরু করে ওএনজিসি । তিনটি অনুসন্ধান কুয়ো বা এক্সপ্লোরেশন ওয়েল খোঁড়ার পর ২০১৬ সালে দৌলতপুরে প্রথম প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান পায় ওএনজিসি। সেই মত দৌলতপুর এলাকায় ১৫ বিঘা জমির ওপর গড়ে তোলা হয় প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্র । শনিবার প্রথম সেখান থেকে তোলা হল ‘ব্ল্যাক গোল্ড’ । উপহার স্বরূপ সেই ‘ব্ল্যাক গোল্ড’ দেওয়া হয়েছে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে ।
ওএনজিসি সূত্রে খবর, এর নমুনা পাঠানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । অশোকনগরে উন্নত মানের প্রাকৃতিক গ্যাস ও তেল পাওয়াটা তাদের বিরাট সাফল্য বলেই মনে করছেন ওএনজিসির কর্মকর্তারা । ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, গোটা ভারতে বর্তমানে ২৬ টি হাইড্রোকার্বন বেসিন রয়েছে । উত্তর ২৪ পরগণার অশোকনগরের প্রকল্পটি অষ্টম । এর মধ্যে সাতটি বেসিন রয়েছে ওএনজিসির অধীনে আর একটি ওয়েল ইন্ডিয়ার । অশোকনগরে অষ্টম প্রকল্পটি গড়ে ওঠায় এই প্রথম ভারতের হাইড্রোকার্বন এলাকার মানচিত্রে স্থান পেতে চলেছে পশ্চিমবঙ্গ । প্রকল্পটির উন্নয়নে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ।
নমুনা হাতে স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ।