|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : রাজ্যে একের পর এক ঘটে চলেছে ধর্ষণের ঘটনা । বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে নারী নির্যাতনের মর্মান্তিক ছবি । রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণের ঘটনায় বিশেষত নদিয়ার হাসখালির গণধর্ষণ কান্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । বিরোধীদের কড়া সমালোচনায় চাপে রাজ্য সরকার । এরই মধ্যে রাজ্যের কাছে ৫ টি পৃথক ধর্ষণের ঘটনার রিপোর্ট ও কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট ।
পাশাপাশি নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । ময়নাগুড়ি , নামখানা , শান্তিনিকেতন , পিংলা ও নেত্রা এই ৫ টি ধর্ষণ , গণধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করল উচ্চ আদালত । ২২ এপ্রিল পরবর্তী শুনানি । ওই দিন এই ৫ মামলার কেস ডায়েরি জমা দিতে হবে । একই সঙ্গে জমা দিতে হবে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও ।
রাজ্যে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় এপর্যন্ত ৬ টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । ধর্ষণের ঘটনাগুলি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সহ নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নির্যাতিতার সুচিকিৎসার বন্দোবস্ত করা ইত্যাদির দাবিতে এই জনস্বার্থ মামলাগুলি দায়ের করা হয়েছে । ধর্ষণের ঘটনা গুলির উপযুক্ত তদন্তের প্রয়োজন রয়েছে বলে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির মহিলা সেলের আইনজীবীরা । তাদের বক্তব্য শুনে মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।